পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা জন্য অত্র প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে ডিবেট ক্লাব। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত জীবনে দক্ষ, বাগ্মী নেতৃত্ব দানে সক্ষম ও যুক্তিবাদী করে গড়ে তোলার লক্ষ্য হচ্ছে এই ডিবেট ক্লাবের মূল উদ্দেশ্য। বর্তমানে স্কুল ও কলেজ শাখার প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী ডিবেট ক্লাবের স্বক্রিয় সদস্য। ক্লাবের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ রফিকুল ইসলাম এবং সহযোগী হিসেবে আছেন সিনিয়র শিক্ষক জনাব মোছাঃ হাসিনা পারভীন।

ডিবেট ক্লাব
Copyright © মধ্যকুমরপুর গার্লস স্কুল এন্ড কলেজ
Design & Developed by : Atomsoft