১৯৯০ সালে ঢাকা মহানগরীর চকবাজার থানার অন্তর্গত রহমতগঞ্জ এলাকার সর্বসাধারনের নিরলস পরিশ্রম, আন্তরিক সহযোগিতা, জমি প্রদান, আর্থিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ১৯৯২-১৯৯৩ শিক্ষা বর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠান থেকে কলেজ ক্যাম্পাসে সব সময় রাজনীতি, ধুমপান ও সন্ত্রাস মুক্ত পরিবেশ বিরাজমান। কলেজটিতে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রতিভা বিকাশ ও নৈতিক শিক্ষা লাভের সব ধরনের ব্যবস্থা থাকবে এ ধরনের প্রত্যয় নিয়েই কলেজটির যাত্রা শুর হয়েছে। এ কলেজটি ১৯৯৮-১৯৯৯ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভূক্ত লাভ করে স্নাতক (পাস) স্তরে উন্নীত হয়। ২০১২-২০১৩ শিক্ষা বর্ষে বিবিএ (অনার্স) হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয় দু’টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভূক্ত লাভ করে । বর্তমানে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজী সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়সমূহে অনার্স এর পাঠদান চালু রয়েছে। কলেজটির জমির পরিমান ১.৪৮ একর।
কলেজেটিতে ”শেখ রাসেল ডিজিটাল ল্যাব” স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।